প্রকাশিত : 26-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
আলেম-উলামাদের মিলন মেলা,কুষ্টিয়ায় উলামা সম্মেলন অনুষ্ঠিত
মোঃ সোহান আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ায় আলেম উলামাদের নিয়ে উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অদ্য সোমবার সকালে কুষ্টিয়া শরীয়াতুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া উলামা বিভাগ ও মাজালিসুল মুফাসসিরীন এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।উলামা বিভাগ ও মাজালিসুল মুফাসসিরীন এর কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলির সভাপতিত্ব এ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। প্রধান আলোচক ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।আলোচক ছিলেন মাজালিসুল মুফাসসিরীন এর কেন্দ্রিয় সদস্য মুফতি আমির হামজা,মাজালিসুল মুফাসসিরীন এর খুলনা বিভাগীয় সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল মুজাহিদ,কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ তারিকুর রহমান।বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার,জামায়াতের প্রবীন নেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা নায়েবে আমীর আব্দুল গফুর,শাহজাহান আলী মোল্লা,সাবেক জলা আমীর হাফেজ রফিক উদ্দিন আহমেদ,মাওলানা নাসির ইকবাল বিন শাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।পরিচালনা করেন মাজালিসুল মুফাসসিরীন এর জেলা সেক্রেটারী মাওলানা ইয়াসির আরাফাত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মিডিয়া বিভাগের পরিচালক অধ্যাপক নুরুল আমিন জসীম,মাজালিসুল মুফাসসিরীন এর কেন্দ্রিয় সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী,জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, শহর জামায়াতের আমীর অধ্যাপক রাজি উদ্দিন আহমাদ শাহীন, শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি মহসীন আলী, কুষ্টিয়া ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ৬ উপজেলার আলেম-উলামা সম্মেলনে অংশ গ্রহন করে অনুষ্ঠানটি আলেম উলামাদের মিলন মেলায় পরিণত হয়।