প্রকাশিত : 26-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে দেড় লাখ টাকা দিয়েছে ময়নসিংহের যৌনপল্লীর কর্মীরা
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। দেশের কুমিল্লা,ফেনী,লক্ষ্মীপুর,নোয়াখালী জেলার বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়াতে দেড় লাখ টাকা দিয়েছে ময়নসিংহের নগরীর যৌনপল্লীর কর্মীরা।গত রবিবার ২৫ শে আগস্ট রাতে নগরীর যৌনপল্লী থেকে গানে গানে টাকা তুলেন ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক নামের একটি সংগঠন।সংগঠনের প্রধান কবি শামীম আশরাফ বলেন দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে বন্যার্তদের সহায়তা গান গেয়ে গেয়ে শহরের বিভিন্ন অঞ্চল থেকে বাক্সে করে টাকা সংগ্রহ করে আসছে ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক।এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোষ্ট করলে যৌনপল্লীর কর্মীরা বন্যার্তদের সহায়তা করার ইচ্ছা প্রকাশ করে। পরে আমি ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক সংগঠনের শিল্পীরা যেখানে গিয়ে গানে গানে টাকা সংগ্রহ করি। যৌনপল্লীর কর্মীরা মোট ১ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকার সহায়তা করে।যৌনকর্মীদের সহায়তার টাকা খুব তাড়াতাড়ি বন্যার্তদের মাঝে পৌছে দেওয়ার আশ্বাসও দিয়েছে সংগঠনটি।