প্রকাশিত : 26-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
চুয়াডাঙ্গায় পাটের ফলন নেমে এসেছে অর্ধেকে,লোকসান গুনতে হচ্ছে চাষীদের
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। অনাবৃষ্টি ও খরায় চুয়াডাঙ্গায় পাটের ফলন নেমে এসেছে অর্ধেকে।আবার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতির কারণে পাটের দামেও পরিবর্তন হয়েছে।এতে চাষীদের প্রতি বিঘা জমি থেকে উৎপাদিত পাট বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে।আবার ফলন কম হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার থেকে ২৫ হাজার মেট্রিক টনেরও বেশি পাট উৎপাদন কম হয়েছে।এতে প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকার পাট উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন জেলা কৃষি অধিদপ্তর।খোঁজ নিয়ে জানা যায় এ বছর পাটের মৌসুমের শুরুতে অনাবৃষ্টি,অতি খরা ও তাপদাহে পাটের ফলন ব্যহত হয়েছে চরমভাবে।বৃষ্টি না হওয়ায় পাটের গাছ বাড়েনি,ফলন কমেছে স্বাভাবিক ফলনের চেয়েও অনেক কম।বিঘা প্রতি যেখানে ৭ থেকে ৮ মণ ফলন পাওয়া যেত,সেখানে চলতি মৌসুমে ৫ থেকে ৬ মণ ফলন হয়েছে।প্রতি বিঘা জমিতে চাষাবাদ,সার কীটনাশক,দিনমজুর, সেচ ও পাট ধৌতকরণে ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়েছে।সেখানে প্রতি বিঘাতে পাটের পলন কমে ৫ থেকে ৬ মণ হয়েছে।এতে চরম লোকসানের মুখে পড়েছেন এ জেলার পাট চাষীরা।পাট ঘরে তুলতেও অতিরিক্ত টাকার যোগান দিতে হচ্ছে ধার-দেনা করে। এভাবে প্রতি বছর পাটে লোকসান হওয়ায় আগামীতে পাটের আবাদ কমার আশঙ্কা করছেন এ জেলার পাট চাষীরা।জেলা কৃষি অফিসের তথ্য মতে এ বছর চুয়াডাঙ্গায় ১৬ হাজার ৫৭৮ হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্যমাত্রা থাকলেও সেখানে আবাদ হয়েছে ৭ হাজার ৪৬০ হেক্টর জমিতে।আবার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৪ হাজার ২৬০ মেট্রিক টন।সেখানে প্রায় ২৫ হাজার মেট্রিক টন কমে ১৯ হাজার ৯১৮মেট্রিক টন উৎপাদন হবে বলে মনে করছেন জেলার কৃষি কর্মকর্তারা।এ পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে প্রায় ৭০ শতাংশ পাট কাটা শেষ করেছেন কৃষকরা।তাতে ১২ থেকে ১৫ কোটি টাকার পাট উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছে জেলা কৃষি অধিদপ্তর।জেলার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের পাট চাষী সিরাজুল ইসলাম বলেন তিনি এবছর ৪ বিঘা জমিতে পাটের চাষ করেছেন।বৃষ্টি না হওয়ায় পাটের ফলন একেবারেই ভালো হয়নি।এতে বিঘা প্রতি প্রায় অর্ধেক উৎপাদন হয়েছে।বিগত বছরগুলোতে ৭-৮ মণ পাট উৎপাদন হলেও এ বছর উৎপাদন হয়েছে ৫-৬ মণ।তিনি আরও বলেন খুব ভালো পাট যাদের হয়েছে,তাদের বিঘা প্রতি ৭ মণের কাছাকাছি হচ্ছে।ফলে বিঘা প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে চাষীদের। আশপাশের গ্রামের আরও অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায় তাদের অবস্থাও একই রকম। দামুড়হুদা দেওলি মোড়ের ইব্রাহিম, আবু বাক্কা,তাহাজুল শেখ,বিশারত,আছমত আলীর মতো শত শত কৃষক এবছর পাট চাষ করে চরম লোকসানের মুখে পড়েছেন।চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন এ বছর শুরুতে খরা ও বৃষ্টিপাত কম হওয়ায় পাটের ফলন ব্যহত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মেট্রিক টনেরও বেশি পাট উৎপাদন কম হয়েছে। কৃষক পাট বিক্রির শুরুতে ভালো দাম পেলেও বর্তমানে দাম একটু কমের দিকে।ফলে কৃষকের লোকসান হচ্ছে। তিনি আরও বলেন পাটের দাম বৃদ্ধি পেলে কৃষক তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে তিনি মনে করেন।