প্রকাশিত : 27-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

বন্যা দুর্গতদের সহযোগিতায় অঞ্জনগাছি ছাত্র সমাজ

মাহাফুজ আনাম,মিরপুর,কুষ্টিয়া।অঞ্জনগাছি ছাত্র সমাজের পক্ষ থেকে গত অঞ্জনগাছি গ্রামে বন্যার্তদের জন্য টাকা,পোশাকসহ বিভিন্ন ধরনের সামগ্রী সংগ্রহ করা হয়।গত ২ দিনে মোট ৩৭০০০ টাকা,১১ বস্তা পোশাক ও ২ বস্তা খালি বোতল সংগ্রহ করা হয়। উক্ত উত্তোলিত টাকা দিয়ে তারা বন্যার্তদের জন্য,১০০ কেজি চিনি,৭৫ কেজি মুড়ি ৫০০ বোতল সরিষার তেল (১২০ ml)২ কার্টুন বিস্কুট অতঃপর তারা এসকল পণ্যের সাথে উত্তোলিত সামগ্রী বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এলাকার পরিচিত মুখ তারিক আজিজ কনক-এর কাছে হস্তান্তর করেন এবং তার সংগৃহিত  নিজস্ব অনুদানসহ সকল অনুদান একসাথে আজ মঙ্গলবার তাদের অঞ্জনগাছি এলাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবে সেই সাথে তারা বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে ৫০০০ টাকা পাঠিয়েছে।এ সময় ছাত্রসমাজের অন্যতম সমন্বয়ক রাশেদ আহাম্মেদ জানান তারা এমন ভালো কাজের সাথে থাকতে পেরে  অনেক আনন্দদিত।