প্রকাশিত : 30-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক উল্টে প্রাণ গেছে ভূমি কর্মকর্তার

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। কুমিল্লার মনোহরগঞ্জে ত্রাণ দিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক উল্টে প্রাণ গেছে এক ভূমি কর্মকর্তা।এসময় আহত হয়েছে আরও ৪ জন।গতকাল শুক্রবার ৩০ শে আগস্ট সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত আনিসুর রহমান (৩২) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে।তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন মুমূর্ষু অবস্থায় আনিসকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।