প্রকাশিত : 31-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার,দৈনিক প্রথম সকাল।ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৪জন নিহত হয়েছে।এতে আহত হয়েছে চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী।গতকাল শনিবার ৩১ শে আগস্ট রাতে মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার দগিরয়া এলাকায় এই ঘটনা ঘটে।আহত ও নিহত সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা।তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।নিহতদের স্বজনরা জানায় সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ সপরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়।বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫),তানজিনা (২৪),সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি।পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।