প্রকাশিত : 02-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

হযরত মুজাদ্দেদে আল ফেছানি (রঃ) এর বার্ষিক ফাতেহা খানী ও কোরআন-খানী ইছালে ছাওয়াব হালকায়ে জিকির মাহফিল

মাহাফুজ আনাম সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।ভেড়ামারা নলুয়া পাক দরবার শরীফের উদ্যোগে অদ্য ২ রা সেপ্টেম্বর সোমবার -হযরত শায়খ ফারুকে আহমদ মোজাদ্দেদ আলফেসানি রহঃ এর ফাতেহাখানি ওরশ মাহফিল অনুষ্ঠিত।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুলতানুল আরেফিন, যুগশেষ্ট মোজাদ্দেদ হযরত শায়খ ফারুক আহমেদ মোজাদ্দেদ আলফেসানি রহঃ এর ফাতেহাখানি ও ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা  উপজেলাধিন নলুয়া পাক দরবার শরীফে উক্ত ফাতেহাখানি ও ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন নলুয়া পাক দরবার শরীফের পীর সাহেব হুজুর ডাঃ রেজাউল হক নকশবন্দি মোজাদ্দেদি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মোজাদ্দেদিয়া মিশনের প্রধান,কুড়িপোল পীর সাহেব এর বড় সাহেবজাদা বীর মুক্তিযোদ্ধা সূফি খুকু মাষ্টার।তাছাড়া বিভিন্ন দরবার শরীফের পীর ও খলিফাগণ উপস্থিত ছিলেন।জিকির আজকার,কুরআনখানি,খতমে খাজেগান ও ফাতেহাখানির মধ্য দিয়ে শায়খ আহমদ মোজাদ্দেদ আলফেসানি রহঃ এর মৃত্যুদিবস পালিত হয়।উল্লেখ্য,চার তরিকার ইমাম হযরত শায়খ আহমদ মোজাদ্দেদ আলফেসানি রহঃ ভারতের সিরহিন্দ নামক জায়গায় জন্মগ্রহণ করেন।আজীবন তিনি ইসলামি সুন্নিয়তের ভিত্তিতে সমাজ থেকে কুসংস্কার দূর করেন।সম্রাট আকবরের দ্বীনে এলাহির বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন শায়খ মোজাদ্দেদ আলফেসানি রহঃ।আজীবন তিনি ইসলামের সুমহান আদর্শ কে ধরে রাখার জন্য চার তরিকা নতুন রূপে সংস্কার করেন। ২৮ সফর তিনি মৃত্যুবরণ করেন,সে হিসেবে প্রতি বছরের মতো এবারও নলুয়া পাক দরবার শরীফের উদ্যোগে তিনার ফাতেহাখানি ও ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।