প্রকাশিত : 02-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

হত্যার পর আগুনে লাশ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফীকে আটক

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল সোমবার ২ রা সেপ্টেম্বর রাত ১০টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে।আব্দুল্লাহিল কাফী দেশ থেকে পালিয়ে যাওয়ার নানা চেষ্টা করেছিল।সারাদিন শেষে আজ রাতে বিমানবন্দরে আট হয়েছে। উল্লেখ্য গত ৫ ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ভিডিও চিত্রে কাফীকে দেখা গেছে।এই ঘটনার প্রেক্ষিতে ছাত্র-জনতাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে তিনি অভিযুক্ত।