প্রকাশিত : 03-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

বদিউজ্জামান রাজাবাবু,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চাপায় জামিরুল হক ওরফে জামু সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।গত রবিবার দিবাগত রাতে স্থলবন্দরের ৪ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটলে তিনি গুরতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত জামিরুল হক উপজেলা শাহবাজপুর ইউনিয়নে শিয়ালমারা গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে ও সোনামসজিদ স্থল বন্দরের নবগঠিত শ্রমিক সমন্বয় কমিটির সদস্য ছিলেন।শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন রবিবার রাতে সোনামসজি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের গেটের বাইরে ওভারটেকিং করতে গেলে পথচারী জামিরুল হক ট্রাকে চাপা পড়েন।এতে তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।এ ঘটনায় শিবগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি তদন্ত।