প্রকাশিত : 03-09-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
বাংলাদেশ থেকে কুয়েত নার্স,চিকিৎসক ও প্রকৌশলী নেওয়ার আগ্রহ প্রকাশ
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।গতকাল মঙ্গলবার ৩ রা সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে কুয়েত।পাশাপাশি চিকিৎসক,নার্স ও প্রকৌশলী নিতে চায় দেশটি।কুয়েতের রাষ্ট্রদূত জানান,কুয়েত ও উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে।কুয়েতে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও নিয়োজিত আছেন।সাক্ষাৎ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ।