প্রকাশিত : 03-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়াসহ ২ সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।গতকাল মঙ্গলবার ৩ রা সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।আল সাদী ভূইয়ার উপর হামলা গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়ার পাঁয়তারা উল্লেখ করে সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন একসময় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যেসব চাঁদাবাজি হতো,এখন অন্য রাজনৈতিক দলের ব্যানারে সেসব করা হচ্ছে।ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে পুঁজি করে একদল সিন্ডিকেট-চাঁদাবাজি পুনর্বাসনের চেষ্টা করছে।তাদেরকে আইনের আওতায় আনতে হবে।তিনি বলেন এতদিন আওয়ামী লীগ নির্যাতকের ভূমিকায় ছিল।এখন আরেকটি দল এটা করার চেষ্টা করছে।তিনি শাহবাগ থানার ১৯ ও ২০ নাম্বার ওয়ার্ডে সাবেক কাউন্সিল রোকসানা ইসলাম চামেলী ও বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।সমন্বয়ক সারজিস আলম বলেন বিগত সরকার রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজির চক্র গড়ে তুলেছে।এতদিন তারা একটি সিন্ডিকেট করেছে,এখন সমঝোতার মাধ্যমে আরেকটি রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।সমাবেশে আরও বক্তব্য দেন উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আবু বাকের মজুমদার,তরিকুল ইসলাম,শিক্ষার্থী আশরেফা খাতুনসহ প্রমুখ।