প্রকাশিত : 04-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজন

মোঃ রাজন রহমান,রিপোর্টার,মিরপুর,কুষ্ঠীয়া। কামিরহাট প্রিমিয়ার লীগ সেশন-৬ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ইউনিক ইয়ুথ অর্গানাইজেশন এর উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।উক্ত খেলায় মোট ৮ টি দল অংশগ্রহন করে।খেলাটি শুরু হয় গত ২৫/০৮/২০২৪ আজকে ০৪/০৯/২০২৪ বিকেল ৪ টার সময় কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হয়।সেরা রেফারি তুহিন হোসেনের পরিচালনায় খেলাটিতে অত্যান্ত শক্তিশালী রাকিব একাদশ vs রাহুল একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।যা মূল সময়ে ১-১ ব্যবধানে ড্র হয়।পরবর্তীতে পেনাল্টি শুট আউটে ২-০ রাকিব একাদশ বিজয়ী হয়।খেলাটিতে টপস্কোরার এবং চ্যাম্পিয়ন হয় রাকিব হাসান,সেরা গোলকিপার সাদমি আহাম্মেদ। আজকের খেলাটিতে উপস্থিত ছিলেন আজকের খেলার সম্মানিত অতিথী কামিরহাট তাফসির মাহফিল কমিটির সম্মানিত সভাপতি জনাব,মোঃ ফরিদুল হক ও সকলের প্রিয় ইপু রহমান সহ ইউনিক ইয়ুথ অর্গানাইশনের কোষাধ্যক্ষ জনাব,মোঃ সেজান আহামেদ ও আরো অনেকে।।সর্বশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।