প্রকাশিত : 07-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

গণ অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।আজ শনিবার ৭ ই সেপ্টেম্বর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।এই হাসপাতালে আন্দোলনে গুরুতরভাবে আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ মোট ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছেন আহতের মধ্যে চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।তবে তাদের অবস্থার এখন উন্নতির দিকে।হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চারজনকেই দেখেছেন প্রধান উপদেষ্টা।এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।এদিকে শেখ হাসিনা সরকার উৎখাতের এক মাস পূর্তি উপলক্ষে এক লিখিত বক্তব্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আন্দোলনের আহতদের উন্নত চিকিৎসার ও শহিদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করা হচ্ছ।এর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। এছাড়া যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়ারব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।