প্রকাশিত : 08-09-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
পাগলাপীর স্কুল ও কলেজের ছাত্র জনতা সাথে মত-বিনিময় সভায় নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন
মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজের ছাত্র স্থানীয় জনতা সাথে মত-বিনিময় সভা করলেন রংপুর জেলার পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।গতকাল রবিবার বিকাল আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন পাগলাপীর স্কুল ও কলেজের ছাত্র এবং স্থানীয় জনতাদের উদ্দেশ্যে বলেন ১ লা জুলাই থেকে ৫ ই আগষ্ট পর্যন্ত ছাত্ররা দেশকেদ্বিতীয়বার স্বাধীন করল।ছাত্ররা দেশের বড় শক্তি- ছাত্রদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে পুনঃগঠন করতে হবে।সমাজে মাদক, জুয়া, বাল্যবিবাহ,ইভটিজিং,চুরি,ছিনতাই,সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করার জন্য ছাত্র ও জনতা সহ সমাজের সচেতন মহলকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে পুলিশকে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান,কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ,বাংলাদেশ জামায়েতে ইসলামী রংপুর জেলা কর্মপর্ষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর জেলার সভাপতি অধ্যাপক আব্দুল গণি,রংপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা মাজহারুল ইসলাম,রংপুর জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ শাহাদাত মাজেদী,রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের (সাধারণ সম্পাদক) ও সদর উপজেলারসাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর আলম শাওন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলার (সেক্রেটারী) মাওঃ মোঃ আব্দুল কাদের,রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের (সভাপতি)মাওলানা মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী,বিএনপি'র হরিদেবপুর ইউনিয়ন সভাপতি শামসুল আলম,হরিদেবপুর ইউনিয়নের সমাজসেবক সৈয়দ আব্দুর রাসেল,হরিদেবপুর ইউনিয়নের সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ সুমন,গণমাধ্যম কর্মী আঃ কাহার ছিদ্দিকী (সাংবাদিক),আঃ রহিম (সাংবাদিক) এবং পাগলাপীর স্কুল ও কলেজের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক চাঁন সহ শিক্ষক,ছাত্র ও জনতা সহ সুধীবৃন্দরা।পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন কোতয়ালী সদর থানায় আইন শৃঙ্খলা বিষয়ক মত-বিনিময় করেন।