প্রকাশিত : 10-09-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনার ১১ বছর পর ৩জনকে গ্রেফতার
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনার ১১ বছর পর ৩জনকে গ্রেফতার করেছে র্যাব।তাদের প্রত্যেককে ৬দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোম ও মঙ্গল ৯ ও ১০ ই সেপ্টেম্বর ২দিন নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন মামুন, শরীফ ও কাজল।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)-১১ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ত্বকী হত্যাকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়েছে।২০১৩ ইং সালের ৬ ই মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে।এরপর ৮ ই মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের বাবা রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।