প্রকাশিত : 12-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

জয়পুরহাটের কালাইয়ে ভূমি দস্যুর হাত থেকে জমি উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

মোঃরনি বাবু,করেসপন্ডেন্ট,উপজেলা প্রতিনিধি।জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামবাসীর আয়োজনে ১১ ই সেপ্টেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উলিপুর গ্রামের ভূমি উদ্ধার প্রধান সমন্বয়ক রেজওয়ানের নেতৃত্বে বের হয়ে কালাই উপজেলা পরিষদের গেটের সামনে জয়পুরহাট বগুড়া মহা সড়কে র পার্শ্বে অত্র উলিপুর গ্রামের খাস জমি ভূমি দস্যুর হাত থেকে উন্মুক্তকরণের দাবিতে আধা ঘন্টা বাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য বাদশা আলম এবং গ্রামবাসীর পক্ষ থেকে ভূমি উদ্ধার প্রধান সমন্বয়ক রেজওয়ান,আলী রেজা,ও নাফিস ইকবালসহ আরো অনেকে।মানব বন্ধন কর্মসূচির শেষে উক্ত উলিপুর গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জনাব ইফতেকার রহমানএর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।এ সময় গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।