প্রকাশিত : 13-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কুষ্টিয়া মিরপুরের সংক্ষিপ্ত ইতিহাস যা অনেকেরই অজানা

মাহাফুজ আনাম সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।মিরপুর স্থানটি,কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রধান শহর ও বানিজ্যিক কেন্দ্র।কুষ্টিয়া জেলায় তামাক উৎপাদনে মিরপুরের বিশেষ খ্যাতি রয়েছে।মিরপুর থানায় ১১৬টি মৌজা এবং ১৯২টি মৌজা রয়েছে। এছাড়াও ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে।মিরপুরের জনসংখ্যা ২,৮২,৭৬০ জন।সাক্ষরতার হার ৫৬ শতাংশ।আয়তন •পৌর এলাকা ৯.২২ বর্গকিমি (৩.৫৬ বর্গমাইল)।মিরপুর উপজেলা (কুষ্টিয়া জেলা) আয়তনঃ ৩১৭.৩৫ বর্গ কিমি। অবস্থানঃ ২৩°৪৫´ থেকে ২৪°০০´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫০´ থেকে ৮৯°০৬´ পূর্ব দ্রাঘিমাংশ। এর উত্তরে ভেড়ামারা উপজেলা ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, দক্ষিণে আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া সদর উপজেলা, পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা, মেহেরপুর জেলার গাংনী উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা।মিরপুরের নামকরণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।তবে কুখ্যাত নীলকর টেলর ও নডসনের নীলকুঠিকে ঘিরে গড়ে উঠেছিল মিরপুর শহর।মিরপুর থানা এবং মিরপুর তহসিল অফিস ১৮২০ -১৮২৪ ইং সালে নীলকুটিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়।১৮২৮ ইং সালে পাবনা জেলা গঠিত হলে মিরপুর থেকে ১ মাইল পূর্বে একটি পুলিশ ক্যাম্প স্থাপিত হয়।১৮৬৩ ইং সালে,মিরপুর সহ এই অঞ্চল কুষ্টিয়া মহকুমার অন্তর্ভুক্ত হয় এবং নদিয়া জেলায় যুক্ত হয়। মিরপুর রেলওয়ে স্টেশন ১৮৭৮ ইং সালে প্রতিষ্ঠিত হয় এবং মিরপুর ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়।ইতিহাস ঐতিহ্য ঘেরা এই প্রিয় মিরপুর।ড. রাধা বিনোদ পালের মিরপুর উপজেলা। প্যারি সুন্দরীর মিরপুর উপজেলা।তথ্যসূত্রঃ- (উইকিপিডিয়া মিরপুর উপজেলা।