প্রকাশিত : 13-09-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার।গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালিয়ে এক যুবককে চাপাতি দিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।গত ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত যুবক উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের শামসুল হক সরকারের ছেলে রোকনুজ্জামান সরকার ও তার স্ত্রী মরিয়ম আক্তার।পরে এই ঘটনায়ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে দাঁড়ায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলো একই গ্রামের মৃত শফিউদ্দিন সরকারের ছেলে শাহীন কামাল ও তার সহধর ভাই আমিনুল ইসলাম।জামাল উদ্দিনের ছেলের রায়হান,আফসার উদ্দিন (৬৮),জামাল উদ্দিন (৬৩) সহ অজ্ঞাত ২ থেকে ৫ জন।হামলার বিষয়ে ভুক্তভোগী রোকনুজ্জামান এর বড় ভাই আখতারুজ্জামান সরকার বলেন গত মঙ্গলবার সন্ধ্যার দিকে হামলা কারীরা কমপক্ষে ৮ থেকে ১০ জন ধারালো চাপাতি নিয়ে হামলা চালিয়ে আমার ছোটভাই রোকনুজ্জামানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে।ধারালো চাপাতির আঘাতে আমার ভাইয়ের পেটের নাড়ে ভুড়ি বের হয়ে যায়।তারপরে তারা আমার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক হওয়া আসামিরা পালিয়ে যায়।প্রতিবেশী হাফিজ উদ্দিন বলেন ১জন মানুষকে কুপিয়ে এমনভাবে আহত করতে পারে এটা না দেখলে বিশ্বাস হবে না।শরীরের একটু জায়গা বাকি রাখেনি কুপানো ছাড়া।হামলার ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহীন বলেন গত মঙ্গলবার আমরা ২ভাই বাজার থেকে ফেরার পথে ওরা আমাদের উপর হামলা চালায়।এরপর আমরা প্রতিরোধ করি।ওরা আমার ছোট ভাইয়ের হাত ভেঙ্গে দিয়েছে।তাদের কাছে থাকা চাপাতি দিয়ে আমাদেরকে আঘাত করার সময় সেই আঘাত রুকুরুজ্জামানের শরীরে লাগে তাতে এসে আহত হয়। এ হামালার বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেন হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন আছে।অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা ও চলছে।আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারব।