প্রকাশিত : 15-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

লক্ষ্মীপুর জেলা ফের বন্যার কবলে পড়ার আশংকা

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকার পানি নামতে শুরু করলেও ফের ঐসব এলাকা বন্যার কবলে পড়ার আশংকা দেখা দিয়েছে।গত দুইদিনের টানা বৃষ্টিপাতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলার বিভিন্ন স্থান বৃষ্টির পানিতে পুনরায় তলিয়ে গেছে।কেউ কেউ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেলেও আবারও বন্যার আশংকা দেখা দেওয়ায় আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন।জলাবদ্ধতার কারনে নতুন করে সঙ্কটে পড়বে এসব এলাকার বাসিন্দারা।এদিকে জেলার রামগতি আবহাওয়া অফিস জানিয়েছে রামগতিতে গত ২৪ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।জেলার সদর উপজেলার লাহারকান্দি এলাকার বাসিন্দা রবিন হোসেন জানান তাদের এলাকা থেকে বন্যার পানি নেমে গিয়ে আবারও বৃষ্টির পানিতে বাড়ির উঠান ও রাস্তা তলিয়ে গেছে।মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের বাসিন্দা নুর হোসেন বলেন আমাদের বাড়িতে বন্যার পানি ছিল।গত তিনদিন আগে বসত বাড়ি থেকে পানি নেমে যায়। কিন্তু ২দিনের বৃষ্টিতে আবারও উঠোনে পানি উঠে গেছে।লক্ষ্মীপুর পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জান্নাত বলেন, বাড়ির রাস্তায় থাকা বন্যার পানি পুরোপুরি নেমে গিয়ে আবারও বৃষ্টির পানিতে বন্যা দেখা দিয়েছে।নীচু এলাকাগুলোতে পূর্বের বন্যার পানি জমে থাকায় বৃষ্টির পানি কমছে না।রাস্তায় হাঁটু পানি জমেছে বলে জানান তিনি।উল্লেখ্য আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে রবিবার ১৫ ই সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুলনা,বরিশাল,পটুয়াখালী,নোয়াখালী,কুমিল্লা,চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।