প্রকাশিত : 18-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

গোপালগঞ্জের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে সতীশ রায় ঠাকুর (৫৫) নামে এক ব্যক্তি নিহত আহত ৫জন

বিশেষ প্রতিবেদক,গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে সতীশ রায় ঠাকুর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন ৫জন।গতকাল মঙ্গলবার ১৭ ই সেপ্টেম্বর রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুস্তফা কামাল জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।একপর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হলে একই গ্রামের সতীশ রায় ঠাকুর ঠেকাতে গেলে পেছন থেকে তার মাথায় আঘাত লাগে।এতে ঘটনাস্থলেই সতীশের মৃত্যু হয়। এ সময় দোষীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান,সতীশকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আসার আগেই তিনি মারা যান।