প্রকাশিত : 18-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।সেই সাথে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাবও দেয়া হয়েছে।অদ্য বুধবার ১৮ ই সেপ্টেম্বর যুগ্ম-সচিব মোঃ সাজজাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রীপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয় "উপর্যুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশে ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্তপত্র এইসাথে পাঠানো হলো।" চিঠিতে আরও বলা হয়েছে বর্ণিত বিষয়ের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।