প্রকাশিত : 22-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট। শারদীয় দুর্গাপূজা -২০২৪ ইং উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অদ্য রবিবার বিকালে এ সভায়  জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় জেলার ৫টি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ,সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ সময় পুজা নির্বিঘ্নে করতে প্রশাসনের কাছে নানারকম সহযোগিতা কামনা করেন তারা।জেলায় এবারে ৪শ ৬৯টি মন্ডপে পুজা উদযাপন করা হবে।মন্ডপগুলোতে অধিক নজরদারি সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হবে।দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যেন বিশৃংখলা সৃষ্টির সুযোগ না পায়,সেদিকে সজাগ থাকার আহবান জানান।তাছাড়াও কন্ট্রোল রুম খোলা হবে।যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানাতে হবে।এ সময় লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম,সেনাবাহিনীর লালমনিরহাটে দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্ণেল ফাহিম,মেজর আমির ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি হীরালাল রায়,পৌর প্যানেল মেয়র আব্দুস সালাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।