প্রকাশিত : 24-09-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
নিউইয়র্কে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সাথে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বৈঠক
কূটনৈতিক করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।নিউইয়র্কে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।বৈঠকে দুই দেশের গভীর সম্পর্ক আরও গভীর করার বিষয়নিয়ে আলোচনা হয়েছে।গতকাল মঙ্গলবার ২৪ শে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ হোসেন ও মেলানি জোলি।বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক আরও গভীর ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের সমর্থন নিয়েও আলোচনা করেন।অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিল বাংলাদেশ। অধিবেশনে যোগ দেওয়ার পর সাইডলাইনে সিরিজ বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা।