প্রকাশিত : 26-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

দূর্গাপূজার থীম "বৃক্ষ মোদের মাতৃভক্তি"

মতিয়ার রহমান,হাওড়া,পশ্চিমবঙ্গ,ভারত।আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার প্রান্তিক এলাকা শ্যামপুর থানার বাছরী ফুটবল মাঠ দূর্গা পূজা সমিতি এবার অর্থাৎ অভিনব ভাবনায় দূর্গা পূজো,২৫ লক্ষ টাকার বাজেটে ৯টি গ্রামের সমন্বয়ে প্রাক হীরক জয়ন্তীবর্ষে এবারের ভাবনায় "বৃক্ষ মোদের মাতৃ শক্তি" মন্ডপে সজ্জিত হবে বিভিন্ন ধরনের গাছ ও লতাপাতা দিয়ে এবং ভেতরে  একটি  ঝিল সেখানে জলজ উদ্ভিদ ও মাছ এবং হাঁস থাকছে।তাছাড়া বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তোলা হবে ১০০ ফুট চওড়া হবে মন্ডপ টি।বৃক্ষ'কে বোঝানো হবে মা এর রূপে,মা ছাড়া যেমন সন্তান সম্ভব নয় সেই রকম বৃক্ষ ছাড়া সমগ্র প্রানী কূল'কে বাঁচিয়ে রাখা অসম্ভব।পুজো কমিটির সভাপতি কিঙ্কর ভৌমিক মহাশয় বলেন তীব্র তাপপ্রবাহ থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে।সম্পাদক অভিজিৎ মল্লিক বলেন প্রাকৃতিক দুর্যোগে যেমন আমফান,ফোনী,বন্যা থেকে ও বিভিন্ন কারণে রোজ অনেক গাছ নষ্ট হচ্ছে তাই এখনো সময় আছে গাছ কাটা আরো কঠোরভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সমাজ'কে।সবশেষে পুজো কমিটি মনে করছে এই বার্তা যদি ১০০ টিও নতুন বৃক্ষ রোপন হয় তাহলেই এই থীম টি সাফল্য পাবে এবং এই দূর্যোগের অশনি সংকেত মোকাবিলায় শুভ শক্তির ধ্বনি দিয়ে মা দূর্গা কে আনছি "শঙ্খের" সাজে।মা দূর্গা সজ্জিত হবেন  অসংখ্য ছোট বড়ো শঙ্খের ধ্বনিতে।