প্রকাশিত : 28-09-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ভয়াবহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৮৬০

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।আজ শনিবার ২৮ শে সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন,চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন,ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৯, ঢাকা উত্তর সিটিতে ১৯৫,ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১,খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন।এ ছাড়া রাজশাহী বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেটে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এদিকে গত এক দিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ২৪১ জন।