প্রকাশিত : 29-09-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
জনপ্রিয় লোকসংগীত শিল্পী গোপাল দোয়ারী আর নেই
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলাখাওয়া মৌজা নিবাসী কিংবদন্তী প্রখ্যাত লোকসংগীত শিল্পী ও পালাগানের দোহার শ্রদ্ধেয় গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী) (৭০) গতকাল শনিবার ২৮ শে সেপ্টেম্বর দুপুর ২টা ১০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন।(দিব্যাং লোকং সগচ্ছত)।মৃত্যু কালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত জন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও এলাকাবাসী তাঁকে একনজর দেখার জন্য তাঁর লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলাখাওয়াস্থ নিজ বাড়িতে ছুটে যান।পরে শ্মশানে তাঁর মরদেহ শবদাহ করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী)-এঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকা শোক প্রকাশ করেছেন।সেই সঙ্গে গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী)'র আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য যে গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী) লালমনিরহাটের লোকজ সংস্কৃতির ধারক ও বাহক এবং গ্রামীণ পালা গানের রসাত্মক ভূমিকায় অভিনয় করতেন।