প্রকাশিত : 01-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলার আওয়ামী লীগের নেতা মোঃ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব) -৭)।গতকাল মঙ্গলবার ১ লা অক্টোবর রাতে পৌনে ১২টার দিকে নগরের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন নোয়াখালীর সাবেক সংসদ সদস্য মোঃ একরামুল করিম চৌধুরীকে খুলশী থেকে গ্রেফতার করা হয়েছে।এখনো আমাদের অভিযান চলছে।