প্রকাশিত : 04-10-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছেছেন
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।শুক্রবার ৪ ঠা অক্টোবর দুপুরে ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অর্নার দেয়া হবে।এরপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নেওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন।পরবর্তীতে দুই নেতা দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা করবেন।সেখানে অর্থনৈতিক সহযোগিতা,রাজনৈতিক সম্পর্ক,বাণিজ্য ও বিনিয়োগ,শ্রম অভিবাসন,শিক্ষা, প্রযুক্তি,অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হবে।এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।পরে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।