প্রকাশিত : 07-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

তারাগঞ্জ থানার নবাগত ওসি কে অভিনন্দন

মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।রংপুরের তারাগঞ্জ থানাতে গত ২৯ শে সেপ্টেম্বর নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন মোঃ আবু বক্কর সিদ্দিক।এ সময় নবাগত (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন তারাগঞ্জ উপজেলার আইন পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে উপজেলা বাসীর  সহযোগীতা চান,আমি এখানে কোন দলের হয়ে আসিনি।বর্তমান অন্তবর্তী সরকারের দায়িত্ব পালনের জন্য এসেছি।তারাগঞ্জ উপজেলা থেকে মাদক সহ সকল অপরাধ মুক্ত করতে চাই।অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করাই  নিউজ বাংলা এনবি এর (রংপুর প্রতিনিধি),দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার (পাগলাপীর রংপুর প্রতিনিধি ) মোঃ আব্দুর রহিম ও দৈনিক প্রথম সকাল  পত্রিকার (রংপুর সদর প্রতিনিধি ) মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী এর পক্ষ থেকে জানাই অভিনন্দন।