প্রকাশিত : 08-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

শাহরাস্তি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী, সহঃ সভাপতি হাবিবউল্ল্যাহ খোকন

সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল ৭ই সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা (বিআরডিবি) মিলনায়তনে একটি বিশেষ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের সভাপতিত্বে ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লার সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোতালেব হোসেন খাঁন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম,সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম,সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটোয়ারী, মোঃ হাবিব উল্লাহ খোকন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাব সহকারী বিল্লাল হোসেন প্রমুখ।সভায় সমবায় সমিতির সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্ধীতায় শাহরাস্তি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ হাবিব উল্লাহ খোকন।এছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হন পরীক্ষিত দেবনাথ, হোসনেয়ারা বেগম, শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ও স্বপন। উক্ত সভায় ৫০ জন সমবায়ী উপস্থিত ছিলেন।