প্রকাশিত : 08-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ

শেখ মতিয়ার রহমান,হাওড়া, পশ্চিমবঙ্গ,ভারত।কয়লা খনিতে শ্রমিকরা কাজ করা কালীন অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে।এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আরও দেহ উদ্ধারের আশঙ্কা প্রশাসনের।উৎসবের মুখে ফের আঁধারে ঢাকল বীরভূমের খয়রাশোল।চতুর্থীর সকালে খয়রাশোলের ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্ততপক্ষে ৭ জন শ্রমিকের।খনির ভিতর থেকে প্রথমে ৫ জনের মৃত দেহ উদ্ধার হয়েছে।পরে আরও দু'জনের মৃত্যুর খবর মেলে।আরও অনেকেই খনির ভিতরে আটকে থাকতে পারে বলে আশংকা রয়েছে। উদ্ধার কাজ চলছে।বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল।কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারও।আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান।ঘটনাস্থল থেকে ৫ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে। পরে আরও দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ।এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা।মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।জানা গিয়েছে খয়রাশোলের এই খনিটি পিডিসিএলের লিজ নেওয়া।তা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা।সেই খনিতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নেহাৎই অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটল?কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর সময় ভিতরে কেউ রয়েছে কি না,তা দেখা হল না কেন?এর দায় কার?এসব প্রশ্ন উঠছেই।তবে বেশি সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা ছেড়ে খনি কর্তৃপক্ষের আধিকারিকদের চলে যাওয়ায়।তবে কি বিস্ফোরণের নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে? তদন্ত শুরু করেছে পুলিশ।