প্রকাশিত : 10-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চাঁপাইনবাবগঞ্জে গণ পিটুনিতে মাদককারবারী নিহত

বদিউজ্জামান রাজাবাবু ,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় মসজিদের ইমাম সহ ২ জনকে কুপিয়ে জখম, পালানোর সময় হামলাকারী যুবক গণপিটুনিতে নিহত।অদ্য বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।নিহত মিজু সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।অপর দিকে আহতরা হচ্ছেন একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ।তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বালুচর মসজিদের ইমাম মাওলানা হোসাইন।এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও তার সঙ্গে থাকা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করেন মিজু।একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান প্রথমে মাওলানা হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন মিজানুর রহমান মিজু। এ সময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিলে মিজু তাকেও কুপিয়ে আহত করেন।