প্রকাশিত : 14-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।অদ্য সোমবার ১৪ ই অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সরকারের অনেকেই বিভিন্ন মামলায় আসামি।তিনিও এর ব্যতিক্রম নন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।গত জুলাইয়ের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়।তখন তা দমনে শেখ হাসিনার সরকার মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে বলে অভিযোগ উঠে।এ কারণে ঐ আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।এক পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে।এই অভ্যুত্থানের মুখে গত ৫ ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা।তার সরকারের অনেকমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের অনেকে বিদেশে পালিয়ে গেছেন। কেউ কেউ গা ঢাকা দিয়েছেন।সেই আন্দোলনে সরকারের হিসাব মতে, অনেক শিশু-কিশোরসহ ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ।এদের মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন।দুই চোখ হারিয়েছেন ২০০ জন।