প্রকাশিত : 16-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার হয়েছেন।তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।গতকাল বুধবার ১৬ ই অক্টোবর সন্ধ্যায় ডিবি থেকে সাবেক মেয়রকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করা হয়।জানা যায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।তবে কোন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনো জানা যায়নি।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২০১৯ ইং সালের ২৮ শে ফেব্রুয়ারি উপ-নির্বাচন আয়োজন করে।যেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম।এরপর ২০২০ ইং সালের ১ লা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় মেয়র হন তিনি।গত ৫ ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।এরপর আওয়ামী লীগের বহু নেতাকর্মীর মতো গা ঢাকা দিয়েছিলেন আতিকুল।এরমধ্যে আজ গ্রেফতার হলেন তিনি।