প্রকাশিত : 17-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোঃ জামাল (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন আদালত।গতকালবৃ হস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) মোঃ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জামাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচরা চররানীনগর গ্রামের মোঃ নইমুদ্দিনের ছেলে।মামলার এজারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান ২০২৩ ইং সালের ১৮ ই জানুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর (চর রানীনগর) গ্রাম এলকায় অভিযান চালায় র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-৫।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৭৪৪ গ্রাম হেরোইনসহ মো. জামালকে আটক করা হয়। ঘটনার পর দিন ১৯ জানুয়ারি র‌্যাবের এসআই মোঃ ইমরোজ ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুর রহমান মোঃ জামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দন্ড প্রদান করেন।