ঢাকা | বঙ্গাব্দ

ভারতের আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চে যা থাকছে

ভারতের আগরতলা অভিমুখে বুধবার ১১ ই ডিসেম্বর
  • আপলোড তারিখঃ 11-12-2024 ইং
ভারতের আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চে যা থাকছে ছবির ক্যাপশন: ভারতের আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চে যা থাকছে
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

ভারতের আগরতলা অভিমুখে বুধবার ১১ ই ডিসেম্বর যৌথভাবে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।অদ্য ১১ ই ডিসেম্বর সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হবে।যেটি যাত্রাবাড়ী,কাঁচপুর ব্রিজ,নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।  

এর আগে সোমবার ৯ ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন।এরপর তিনি ঐদিন সন্ধ্যায় আখাউড়া সীমান্তে সমাবেশস্থল পরিদর্শনে যান।এ সময় মুন্নার সাথে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।

এর আগে একই ইস্যুতে গত রোববার ৮ ই ডিসেম্বর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকার নয়াপল্টন থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে।রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতা-কর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতারা মোনায়েম মুন্নার নেতৃত্বে বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ