ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মেট্রোকে হারিয়ে রংপুর ফাইনালে

এনসিএল টি-টোয়েন্টির রাউন্ড রবিন লিগে
  • আপলোড তারিখঃ 21-12-2024 ইং
ঢাকা মেট্রোকে হারিয়ে রংপুর ফাইনালে ছবির ক্যাপশন: ঢাকা মেট্রোকে হারিয়ে রংপুর ফাইনালে
স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল। 

এনসিএল টি-টোয়েন্টির রাউন্ড রবিন লিগে এক ম্যাচও হারেনি ঢাকা মেট্রো।কিন্তু প্রথম কোয়ালিফায়ারে পা হড়কাল তারা।টানা ৭ ম্যাচ অপরাজিত থাকা দলটিকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে রংপুর বিভাগ।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ উইকেটে ১০৭ রানে থামে ঢাকা মেট্রো।তবে সেই রান পেরোতে রংপুর শেষ ওভারে নিয়ে যায় ম্যাচ।দিন শেষে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।

তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন।তবে দু'জনেই কাটা পড়েন ব্যক্তিগত ১৭ রানে।পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে রিজওয়ানকে ফিরিয়ে ঢাকা মেট্রোকে ব্রেকথ্রু এনে দেন শহীদুল ইসলাম। পরের ওভারে মামুন শিকার হন আবু হায়দার রনির।দশম ওভারে অধিনায়ক আকবর আলীর উইকেট হারালে আরও চাপে পড়ে যায় রংপুর।তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তানভীর হায়দার।২৬ বলে ২২ রান করেন তিনি।এছাড়া ২০ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান আসে আরিফুল হকের ব্যাটেও।নাঈম ইসলাম খেলেন ১৬ রানের ইনিংস।ঢাকা মেট্রোর হয়ে শহীদুল দুটি,আলিস ইসলাম ও রনি শিকার করেন একটি করে উইকেট।

এর আগে শুরু থেকেই রবিউল হকের বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো।৬৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট।সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা।দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরানুজ্জামান।এছাড়া ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আমিনুল ইসলাম।ঢাকা মেট্রোর হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন রবিউল।২৫ রানে ২ উইকেট নেন আলাউদ্দিন বাবু।হেরে গেলেও ফাইনালে উঠার আরেকটি সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো।২য় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনার মুখোমুখি হবে তারা। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ