ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে নারীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিড়পার
  • আপলোড তারিখঃ 28-12-2024 ইং
গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে নারীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ ছবির ক্যাপশন: গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে নারীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ
কে এম সাইফুর রহমান,রেসপন্ডেন্ট,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিড়পার এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এক নারীর শরীরে এসিড ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।গতকাল শুক্রবার ২৭ শে ডিসেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম অহুলা বিশ্বাস (৩৭)। সে উপজেলার দক্ষিণ জলিরপাড় রবি বিশ্বাসের স্ত্রী।পুলিশের ভাষ্য লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জেরে দক্ষিণ জলিরপাড় গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস অহুলাকে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করেন। 

এসময় তাঁর শরীরের নিচের অংশ পুড়ে যায়।পরিবারের লোকজন তাৎক্ষণিক অহুলাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নতুন মুখ