ঢাকা | বঙ্গাব্দ

রাফায় আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

রাফা, আক্রমণ, বন্ধ ,করতে, ইসরায়েল,সতর্ক, করে,দেশ,চিঠি,আন্তর্জাতিক
  • আপলোড তারিখঃ 17-05-2024 ইং
রাফায় আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি ছবির ক্যাপশন: রাফায় আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।

গাঁজার দক্ষিণের শহর রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে একটি চিঠিতে স্বাক্ষর করে ইসরায়েলকে সতর্ক করেছেন ১৩টি দেশ।এছাড়া অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ডে অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে।যুক্তরাষ্ট্র ছাড়া জি-৭ দেশগুলোর অন্য সব সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করে এবং চিঠিটি গত বুধবার ১৬ ই মে ইসরায়েলি মন্ত্রিসভায় পাঠানো হয়।গতকাল শুক্রবার ১৭ ই মে রাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে  জি-৭ দেশগুলো কানাডা,জার্মানি,ফ্রান্স,ইতালি,জাপান এবং যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, ডেনমার্ক,ফিনল্যান্ড,নেদারল্যান্ডস,নিউজিল্যান্ড,দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ওই চিঠিতে স্বাক্ষর করেন।ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাএল কাটজকে পাঠানো ওই চিঠিতে,মন্ত্রীরা রাফাতে একটি বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আশঙ্কা প্রকাশ করেন এটি বেসামরিকদের জন্য "বিপর্যয়কর" পরিণতি বয়ে আনবে।


এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিংসহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।চিঠিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে গাঁজায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির সাহায্য কর্মীদের নির্বিঘ্নে কাজ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ