ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে টস জিতে আগে বাংলাদেশ ব্যাটিংয়ে

যুক্তরাষ্ট্র, বিপক্ষে ,টি,টোয়েন্টি, টস ,জিত,আগে ,বাংলাদেশ, ব্যাটিং
  • আপলোড তারিখঃ 21-05-2024 ইং
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে টস জিতে আগে বাংলাদেশ ব্যাটিংয়ে ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে টস জিতে আগে বাংলাদেশ ব্যাটিংয়ে (ফাইল ছবি)

স্পোর্টস নিউজ,দৈনিক নাসা নিউজ।


বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশটির বিপক্ষে ওই সিরিজটি শুরু হলো মঙ্গলবার।প্রিইরে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।জিম্বাবুয়ে সিরিজে খেলা শেষ টি-টোয়েন্টি থেকে দুটি বদল এনেছে বাংলাদেশ।ওপেনার তানজিদ হাসান তামিমের জায়গায় খেলছেন লিটন দাস।আর বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া সাইফউদ্দিনের জায়গাটি নিয়েছেন শরিফুল ইসলাম।যুক্তরাষ্ট্রের একাদশে আছেন একসময় নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসন।


বাংলাদেশ একাদশঃ

লিটন দাস,সৌম্য সরকার,তাওহীদ হৃদয়,নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),সাকিব আল হাসান,মাহমুদউল্লাহ রিয়াদ,জাকের আলী,রিশাদ হোসেন,মাহেদী হাসান, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র একাদশঃ

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক),স্টিভেন টেলর,অ্যারন জোনস,আন্দ্রিস গুস,কোরি অ্যান্ডারসন,আলী খান,হারমিত সিং,জাসদ্বীপ সিং,নিতিশ কুমার,নশথুশ কেনজিগে,সৌরভ নেত্রেভালকার। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ