ঢাকা | বঙ্গাব্দ

পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট'র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম

পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট'র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম।গতকাল বুধবার ১০ ই জুলাই রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।অদ্য বৃহস্পতিবার ১১ ই জুলাই সকালে
  • আপলোড তারিখঃ 11-07-2024 ইং
পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট'র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম ছবির ক্যাপশন: পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট'র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম

বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।


পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট'র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম।গতকাল বুধবার ১০ ই জুলাই রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।অদ্য বৃহস্পতিবার ১১ ই জুলাই সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।চাষি আলম বলেন গত রাতে একটি হাসপাতালে আমর স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে।মা ও ছেলে ২জনেই খুব ভালো আছে।সবাই আমাদের জন্য দোয়া করবেন।সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো।


নবজাতকের নাম প্রসঙ্গে চাষি আলম একটি সংবাদমাধ্যমে বলেন ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা।এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে।অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছি মনে করছেন এটা ভুল।আমি পুত্র সন্তানের  বাবা হয়েছি।গত বছরের ২৫ শে আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম।তার স্ত্রীর নাম তুলতুল।কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করে আলোচনায় আসেন চাষি আলম।বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।  



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ