জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।অদ্য বুধবার ৯ ই অক্টোবর দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার রাতে স্বামী সম্রাট মিয়ার সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হলে সম্রাট রাগ করে স্ত্রীকে থাপ্পড় মারে।তখন স্ত্রীও রাগ করে অন্য ঘরে চলে যায়।সকালে স্বামী সম্রাট মিয়া বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনাকে ডাকাডাকি করেন।পরে অন্য ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন।কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে দুপুরে গলায় ফাঁস দেয়া মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠান।
এদিকে এ ঘটনার পর থেকে স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।