ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে প্রাইভেটকারের চাপায় ৩ শিক্ষার্থী আহত

রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
রাজধানীতে প্রাইভেটকারের চাপায় ৩ শিক্ষার্থী আহত ছবির ক্যাপশন: রাজধানীতে প্রাইভেটকারের চাপায় ৩ শিক্ষার্থী আহত
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের সামনের রাস্তায় কয়েকজন শিক্ষার্থীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার।এ ঘটনায় আহত হয়েছেন ৩ শিক্ষার্থী।আজ রবিবার ২৭ শে অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুস্তাফিজুর রহমান।

এদিকে দুর্ঘটনার পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায় ৩য় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন।এসময় পেছন থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়।এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন।আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান আহত শিক্ষার্থীদের মধ্যে মধ্যে দুই জনের পা ভেঙ্গে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছেন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে।মোস্তাফিজুর রহমান নামের একজন প্রাইভেটকারটি চালাচ্ছিলেন,তিনিই সেটির মালিক।তাকে আটক করা হয়েছে।গাড়ির মালিকের দাবি,সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ