ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুষ্টিয়ায় একই পরিবারের তিন জনের মৃত্যু

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই
  • আপলোড তারিখঃ 23-10-2024 ইং
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুষ্টিয়ায় একই পরিবারের তিন জনের মৃত্যু ছবির ক্যাপশন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুষ্টিয়ায় একই পরিবারের তিন জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।    

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।অদ্য বুধবার ২৩ শে অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে হাউজিং কদমতলা এলাকায় নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম ও তার স্ত্রী এবং এক শিশু কন্যা ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় সিয়াম (১৪) নামে তাদের আরেক সন্তান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী ইমরোজ রীমা জানান বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ