সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"এ প্রতিপাদ্যকে ধারন করে শাহরাস্তি উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।গতকাল ১ লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক,উপজেলা পল্লী বিদ্যুৎতের জোনাল ম্যানেজার (ডিজিএম) মোঃ মোবারক হোসেন খাঁন।সভায় উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠন ইয়ুথ ফোরাম ও শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার গ্রহন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান ভুইঁয়া,সহ-সভাপতি কামরুল হাসান বাবু,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপন ও মঞ্জুরুল হাসান সৈকত প্রমুখ।এছাড়াও বিভিন্ন ট্রেডে যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।