ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের উত্তম চওড়াপাড়ায় চলছে থানা ম্যানেজ করে জুয়া খেলা

রংপুর, উত্তম, চওড়া,পাড়া, চলছে ,থানা ,ম্যানেজ ,করে ,জুয়া ,খেলা
  • আপলোড তারিখঃ 18-06-2024 ইং
রংপুরের উত্তম চওড়াপাড়ায় চলছে থানা ম্যানেজ করে জুয়া খেলা ছবির ক্যাপশন: রংপুরের উত্তম চওড়াপাড়ায় চলছে থানা ম্যানেজ করে জুয়া খেলা

ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।


অদ্য ১৮/০৬/২০২৪ ইং রোজ মঙ্গলবার ঈদের ২য় দিনে চলছে উত্তম চওড়া পাড়ায় প্রতিদিনের ন্যায় রমরমা জুয়া খেলা।প্রতিদিনই ৩০ থেকে ৫০০০০ টাকার খেলা চলে এখানে।জুয়া খেলা বন্ধ করার জন্য হাজিরার থানা পুলিশ একবার আসলেও পরে বারবার খবর দিলেও আর আসে না আর ফোন রিসিভ করে না।আজকে হাজিরার থানা থেকে দুপুর ১টার আগে পুলিশ এসে ২টি ফরগোটি খেলাকে দাবার দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।পরে পুলিশ যাওয়ার সাথে সাথে আরো ৪টি খেলা বসে।খবর পেয়ে যিনি আসছিলেন এসআই বাবুল ভাই'কে আবার ফোন দিলে তিনি বলেন তোমাদের রাস্তা খারাপ তাই যেতে পারব না।


থানার এ আচরণের চিন্তিতো এলাকার সুশীল সমাজ।এই জুয়া খেলা বন্ধের জন্য নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী বলেন থানা থেকে পুলিশ আসতে মাত্র ১০ মিনিটের রাস্তা,তাও খবর দিলে পুলিশ আসতে চায় না।যারা খেলে থানা ম্যানেজ করে খেলে আর তাই পুলিশের কাছে এরা থাকে সব সময় ধরা ছোঁয়ার বাহিরে।আমাদের ছোট ছোট বাচ্চারা এবং ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ঠিক হবে।এ ব্যাপারে হতাশাগ্রস্থ অবস্থায় আছেন এলাকার সুশীল সমাজ।


এ ব্যাপারে এলাকার সুশীল সমাজের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর হাজিরহাট  থানার সুদৃষ্টি কামনা করছেন বলে জানিয়েছেন।এ বিষয়ে হাজিরার থানার ওসি রজ্জব আলী আরপিএমপি ভাই'কে এ রিপোর্ট লেখা পর্যন্ত একাধিকবার সময় নিয়ে তার মুঠোফোনে কল দিলেও উনি ফোন রিসিভ করেনি,কল কেটে দিয়েছেন। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ