ঢাকা | বঙ্গাব্দ

চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা

চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ
  • আপলোড তারিখঃ 05-11-2024 ইং
চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা ছবির ক্যাপশন: চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর। 

চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা।গত ২ রা নভেম্বর'২০২৪ ইং দিবাগত রাত ১:৪০ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথিমধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা (৮০) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পালিত কন্যা সন্তান,ছোট ভাই সহ বহু আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি ছিলেন চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর মোল্লা বাড়ির বাসিন্দা।তাঁর বাবার নাম মরহুম আকিয়ত উল্লাহ মোল্লা।আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ১ নং সেক্টরের অধীন হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার যুদ্ধে অংশগ্রহণ করেন।তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।৩ রা নভেম্বর রবিবার সকাল ১১টায় তার নিজ গ্ৰাম সোনাপুরের ঈদগাঁও মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে জাতীয় পতাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শেষ-বিদায় জানানো হয়। 

এ সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন ও শাহরাস্তি মডেল থানার একদল সু-সজ্জিত পুলিশ বাহিনীর সদস্য।রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জানাজার পর মরহুমকে তার পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।তাঁর জানাজায় বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার বিভিন্ন গ্ৰামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ