বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
সরকারি ৪ প্রতিষ্ঠান প্রধানের বিভিন্ন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।গতকাল শনিবার ১৭ ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়।বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ মোট ৫জন,বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী,শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকর আলী লাকী,জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের নিয়োগ বাতিল করা হয়।