ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন,বিচার ও সংসদ
  • আপলোড তারিখঃ 14-11-2024 ইং
বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ছবির ক্যাপশন: বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

অন্তর্বর্তীকালীন সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি বিদেশে হেনস্তার শিকার হওয়ার পর বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।অদ্য বৃহস্পতিবার ১৪ ই নভেম্বর এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোঃ তৌফিক হাসান এই তথ্য 
জানিয়েছেন।

তিনি বলেন সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে যা ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত।এটার বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে।মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার-তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে।তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবগুলো মিশনকে নির্দেশনা পাঠানো হয়েছে-ভবিষ্যতে প্রটোকল বা নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা যেন গ্রহণ করা হয়।






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ