মাহাফুজ আনাম সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।
অদ্য ৩ রা অক্টোবর ২০২৪ ইং তারিখে জনাব মোঃ মিজানুর রহমান সম্মানিত পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক,সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল,কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোস্তফা হাবিবুল্লাহ,অফিসার ইনচার্জ, মিরপুর থানা,কুষ্টিয়া'র নেতৃত্বে এ এসআই (নিরস্ত্র)/মোঃ মামুন হোসেন,সঙ্গীয় ফোর্সসহ মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ভেড়ামারা সিআর-১৭৮/২২, দায়রা- ১৬৭/ ২৩ এর ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডও ৫,০১,১১৪/-টাকা অর্থদন্ডে দন্ডীত (সাজাপ্রাপ্ত) আসামী মোঃ সাইফুল ইসলামকে পরোয়ানা মূলে গ্রেফতার করেন।